পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি, দেশবাসীকে নামাজ পড়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১৬:০৭
ছবি : সংগৃহীত
বায়ুদূষণে পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবারও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল দেশটির শহর লাহোর। নানা পদক্ষেপেও দেশটিতে বায়ুদূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার (১৫ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের বায়ুদূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
পাক প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে সালাতুল ইসতিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ করছি। ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের এ নামাজের জন্য ভূমিকা পালন করা উচিৎ।
এ সময় তিনি ফেডারেল এবং প্রাদেশিক প্রশাসনের অধীনে দেশের সব মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার আহ্বান জানান। তিনি আরও জানিয়েছেন, দেশের এ ক্রান্তিকালে বৃষ্টি অত্যন্ত প্রয়োজন।
বিএইচ/