Logo
Logo

ভিডিও

ভারত

দুধ ঢেলে মালা পরানো হলো ট্রাম্পের মূর্তিতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৪

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতে উন্মাদনা চরমে উঠেছে। তেলেঙ্গানার এক গ্রামে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকার সময়ে বানানো হয়েছিল মূর্তি। বুসা কৃষ্ণ নামের স্থানীয় এক বাসিন্দা এই মূর্তিটি তৈরি করেন। তিনি ট্রাম্পের কোভিড থেকে সুস্থতার জন্য 'পূজা' করতেন এবং প্রার্থনা করতেন।

২০২০ সালে কৃষ্ণের মৃত্যুর পর এটি অবহেলায় পড়ে ছিল। কিন্তু ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার খবরের পর গ্রামবাসীরা একত্রিত হয়ে তা পুনরায় উদযাপন করেন। তারা ভাস্কর্যটি পরিষ্কার করে, এতে দুধ ঢালেন, মালা পরান। ঠিক যেমন কোনো মূর্তির প্রতি করা হয়। ভারতীয় এক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে।

বিলিয়নিয়ার মার্কিন রাজনীতিকের প্রতি তার আন্তরিক ভক্তি গ্রামটিকেই ‘ট্রাম্পের গ্রাম’ নামে পরিচয় এনে দিয়েছে।

কৃষ্ণের বন্ধু ও স্থানীয় ওয়ার্ড সদস্য ভঞ্চা রেড্ডি বলেন, কৃষ্ণের মৃত্যুর পর কেউ মূর্তির পূজা করেনি। কিন্তু ট্রাম্পের জয় একটি বড় ব্যাপার ছিল। তাই আমরা তা কৃষ্ণের স্মৃতিতে উদযাপন করেছি। ট্রাম্পের প্রতি তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

তিনি বলেন, কৃষ্ণ ৩৩ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। তিনি নিজেই লক্ষাধিক টাকা খরচ করে ট্রাম্পের মূর্তিটি তৈরি করে বাড়ির সামনে রেখেছিলেন। ট্রাম্পের কোভিড ধরা পড়লে কৃষ্ণ উপবাস করতেন। তার সুস্থতার জন্য প্রার্থনা করতেন, ঠিক যেমন একজন দেবতার জন্য- ফুল, নারকেল ও এমনকি আরতি দিয়ে।

রেড্ডির মতে, এর মাধ্যমে তিনি দুই দেশের মধ্যে বৃহত্তর বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করার আশা করেছিলেন।

নির্বাচনে ফের ট্রাম্পের জয়লাভের পর গ্রামবাসীরা কৃষ্ণের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের প্রায়শই মূর্তিটি পরিষ্কার করতে বা প্রশংসা করতে দেখা যায়।

টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর