Logo
Logo

আন্তর্জাতিক

পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান-বুশরার বিরুদ্ধে ৮ মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৩:০১


সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি পালন করে গোটা পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। এরপরই দলটির প্রতিষ্ঠাতা এবং দেশটির কারাবন্দী নেতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮টি নতুন মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নূন, নিলোর, তার্নল এবং বানিগালা থানায় করা হয়েছে এসব মামলা। ইসলামাবাদের পুলিশ এসব মামলা করেছে বলে জানা গেছে।

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ অভিমুখে রওনা দেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। ২৭ নভেম্বর মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। পাকিস্তান কাঁপানো ওই বিক্ষোভের পরই মামলাগুলো করা হলো।

বিশৃঙ্খলা-সন্ত্রাসে উস্কানি ও দুর্নীতির একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন। তার স্ত্রী বুশরা বিবিও তোশাখানা মামলার আসামি হিসেবে ৯ মাস কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিন পেয়ে মুক্ত হয়েছেন তিনি।

বিএইচ/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর