Logo
Logo

সারাদেশ

পীরের দরবারে হামলার ঘটনায় প্রাণ গেল একজনের

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ২১:৪৬

শেরপুরের মুর্শিদপুরে খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ নভেম্বর) সকালে হাফেজ উদ্দিন মারা যান।

নিহত মো. হাফেজ উদ্দিন (৪০) শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর গ্রামের মো. ইদু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মুর্শিদপুর পীরের দরবারে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র ্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে।

নিহত হাফেজ উদ্দিন দরবারে হামলাকারী পক্ষের লোক ছিলেন। গুরুতর আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ নভেম্বর) সকালে তিনি মারা যান।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, ‘এরইমধ্যে একটি মামলা হয়েছে। এ ঘটনায় আমরা ৭ জনকে আটকও করেছি। তবে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর কথা শুনেছি। আমাদের আইনগত ব্যবস্থা চলমান আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

ডিআর/এমআই/ এনআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর