ছবি: সংগৃহীত।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করছে মেটা। গুগল ও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীরা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে সর্বশেষ বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন।
বর্তমানে মেটা সর্বশেষ সংবাদ, শেয়ারবাজার ও খেলাধুলার তথ্য গুগল ও মাইক্রোসফট বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীদের জানিয়ে থাকে। নতুন এআই সার্চ ইঞ্জিন চালু হলে গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তা ছাড়াই ব্যবহারকারীদের তথ্য জানাতে পারবে তারা। এর ফলে গুগল ও মাইক্রোসফটের ওপর মেটার নির্ভরশীলতা কমবে।
এআই চ্যাটবট প্রযুক্তিতে ওপেন এআই এর চ্যাটজিপিটি ও গুগল জেমিনির বহুল ব্যবহার ও জনপ্রিয়তার বিপরীতে মেটার নতুন এআই সার্চ ইঞ্জিন তৈরির সংবাদে প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনার তৈরি হয়েছে।
তবে একই সঙ্গে মেটার এআই সার্চ ইঞ্জিনে ব্যবহৃত এআই মডেলকে কোন ধরনের তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সে বিষয়ে নানা প্রশ্নও উঠছে। তবে নিজেদের সার্চ ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও ডেটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা।
সম্প্রতি ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ জানাতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে মেটা। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে রয়টার্সের বিভিন্ন সংবাদ ও কনটেন্ট দেখাবে মেটার চ্যাটবট।