হাসপাতালে ওপেনএআইয়ের ট্রান্সক্রিপশন টুল ব্যবহার ঝুঁকিপূর্ণ
আইটি ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১৪:০৫
ভুল তথ্যের ঝুঁকি থাকায়
হাসপাতালে ওপেনএআইয়ের ট্রান্সক্রিপশন টুল ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি এক গবেষণায় আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের
তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ট্রান্সক্রিপশন টুল ‘হুইস্পার’-এ বড়
ধরনের ত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটির কারণে কল্পিত বা ভুল তথ্যনির্ভর বাক্য তৈরি
করছে ট্রান্সক্রিপশন টুল ‘হুইস্পার’। তাই হাসপাতালে এই টুলের ব্যবহার সম্পর্কে
সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে সাধারণত সাক্ষাৎকারের
অনুবাদ, সাধারণ অনুবাদ এবং ভিডিওর সাবটাইটেল তৈরিতে ‘হুইস্পার’ ব্যবহার করা হয়ে
থাকে। বর্তমানে হাসপাতালগুলোর প্রেসক্রিপশন অনুবাদের কাজেও এই প্রযুক্তির ব্যবহার
করা হচ্ছে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে,
হুইস্পার ব্যবহার করে করা অনুবাদগুলোর প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে ভুল তথ্য পাওয়া
গেছে। শুধু তাই নয়, ১৩ হাজারেরও বেশি নির্ভুল অডিও ক্লিপে ১৮৭টি ভুল তথ্য পাওয়া
গেছে।
হুইস্পার অনুবাদে এমন কিছু নতুন তথ্য
তৈরি করছে, যেখানে কখনো কখনো বর্ণবৈষম্যমূলক মন্তব্য, সহিংসতাপূর্ণ বাক্য বা
কাল্পনিক চিকিৎসা পদ্ধতির কথা প্রকাশ পেয়েছে। এধরনের ভুলের জন্য হাসপাতালে এর
ব্যবহার উদ্বেগ বাড়াচ্ছে।
এছাড়াও, হুইস্পার ব্যবহার করে
শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাবটাইটেল তৈরির কাজও করা হয়ে থাকে।
এ সম্পর্কে গ্যালাডেট
বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অ্যাকসেস প্রোগ্রামের পরিচালক ক্রিশ্চিয়ান ভোগলার জানান,
শ্রবণপ্রতিবন্ধীদের পক্ষে সঠিক ও ভুল তথ্যের মধ্যে পার্থক্য বোঝা সম্ভব নয়, ফলে
তাঁরা আরও ঝুঁকিতে থাকবেন।
সংবাদ সংস্থা এপি-এর একটি প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল তথ্য অনুবাদের ক্ষেত্রে হুইস্পার ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ওপেনএআই। তবুও বিশ্বজুড়ে এটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসবি