Logo
Logo

খেলা

টি-১০ লিগে সাকিবের ভিন্নরূপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ২২:০১


ঠিক যেন নবাব হয়েই ফিরলেন সাকিব। দেশের মাটিতে দেশের হয়ে খেলতে না পারার আক্ষেপ সাকিবকে যেমন কষ্ট দিয়েছে, ঠিক তেমনিই কষ্ট পেয়েছে তার হাজারো ভক্ত। তবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাকিব দেখালেন কীভাবে ফিরে আসতে হয়। কীভাবে নিন্দুকদের চোখে চোখ রেখে কথা বলতে হয়। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে  টানা দুই ওভারে তিনি শিকার করলেন ২ উইকেট। প্রথম ওভারেই বল করতে এসে প্যাভিলিয়নে ফেরান ফাফ ডু প্লেসিকে। 

টসে হেরে প্রথমে  ব্যাটিংয়ে আসে সাকিবের বাংলা টাইগার্স। শুরুটা ভালো না হলেও শেষদিকে দাসুন সানাকার ঝোড়ো ইনিংসে বাংলা টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় ১০৬ রান। 

১০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে সাম্প আর্মি। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে ব্যাটাররা। তবে চতুর্থ ওভারে বল করতে এসে সাকিব দেখালেন নবাবী রূপ । শুরুতেই প্যাভিলিয়নে পাঠান ডু প্লেসিকে। পরের স্লটে বল করতে এসে সাম্প আর্মির ক্যাপ্টেইন রোহান মুস্তফার উইকেট শিকার করেন বাংলাদেশি অলরাউন্ডার। দুই ওভারের টানা ২ উইকেট শিকার করে বাংলা টাইগার্সকে জয়ের স্বপ্নটা দেখালেন সাকিব নিজেই। 

তবে এদিন জয় দিয়ে ম্যাচ শেষ করতে পারেনি তার দল। শেষ ওভারে ১২ রান নিয়ে জয় তুলে নেয় সাম্প আর্মি।  নিজেদের ২য় ম্যাচে আগামী ২৩ নভেম্বর  নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স।

এনএজে/এটিআর/এনআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর