তামিমকে অধিনায়ক করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ২০:৩০

ছবি : সংগৃহীত
আগামী ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপের আসর শুরু করবে বাংলাদেশ (অনূর্ধ্ব-১৯)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলার যুবাদের। শিরোপা ধরে রাখতে তাই চমক দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ সদস্যের এই দলে অধিনায়ক করা হয়েছে আজিজুল হক তামিমকে। গ্রুপ পর্বে বাংলাদেশ সঙ্গী হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানকে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
২ দিন পর (২৪ নভেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। আফগানিস্তানের বিপক্ষে ১ম ম্যাচ শেষে ১ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে তারা। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), মোহাম্মদ রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই : কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।
এনএজে/এটিআর