বিসিবি সভাপতি ফারুক আহমেদ
নাজমুল হোসেন শান্তর ব্যাট হাতে ফর্মটা ভালো যাচ্ছে না। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন টাইগার এই ব্যাটার। এরপর থেকেই মূলত তার ব্যাটিং পারফরম্যান্সে ভাটা পড়তে শুরু করে।
অধিনায়ক হওয়ার পর টেস্ট ও টি-টোয়েন্টিতে তার রানের গড় কমেছে, তবে বেড়েছে ওয়ানডেতে। ব্যাট হাতে অধারাবাহিতকার পাশাপাশি ভারত সফরে ধবলধোলাই ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে কাঠগড়ায় শান্ত। এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই অধিনায়কত্ব ছাড়ার মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন এই টাইগার ব্যাটার। এদিকে শান্ত সরে গেলে পরবর্তী অধিনায়কের আলোচনায় থাকবেন বেশ কয়েকজন।
তবে সবচেয়ে বেশি এগিয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ (বৃহস্পতিবার) বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটি জানালেন।
চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, 'অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।'