সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সফরকারী দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে ফলো-অন এড়াতে লড়ছে বাংলাদেশ। ৪৮ রানে ৮ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তুলেছেন মোমিনুল হক ও তাইজুল ইসলাম।
তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৩৭ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করেছে টাইগাররা। ২ উইকেট হাতে নিয়ে ৪৩৮ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ২৩০ রান করতে হবে বাংলাদেশকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। ৪ রান নিয়ে শুরু করে ৯ রানে থামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিম শূন্য, মেহেদি হাসান মিরাজ ১ ও অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন খালি হাতে বিদায় নেন। এতে ৪৮ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
নবম উইকেটে জুটি বেঁেধ দারুনভাবে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামাল দেন মোমিনুল ও তাইজুল। ১৩৯ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছেন তারা।
৬ রানে দিন শুরু করে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মোমিনুল। ৯৭ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন মোমিনুল। ৬৭ বলে অপরাজিত ১৮ রান করেছেন তাইজুল।
কাগিসো রাবাদা ৫টি, ডেন প্যাটারসন ২টি উইকেট নেন।