Logo
Logo

খেলা

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩৮

আগামী বছরের ফ্রেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। দেশটি তাদের ম্যাচগুলো দুবাইতে খেলার আগ্রহের কথা জানিয়েছে। 

শুক্রবার জিও নিউজ ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই স্দ্ধিান্ত জানিয়ে এরই মধ্যে একটি বার্তা দিয়েছে।

ওই বার্তায় ভারতীয় বোর্ড নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তাদের সব ম্যাচ দুবাইতে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। 

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মুহসিন নাকবি জানিয়েছেন, তার নিকট ভারতীয় বোর্ডের কোনও বার্তা আসেনি। এ সম্পর্কে ভারতীয় বোর্ডটি লিখিতভাবে এখনও কিছু বলেনি। 

আগামী ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। স্বাগতিক পাকিস্তানসহ মোট ৮টি দল এতে অংশ নেবে। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান থাকলেও নাম নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। তারা প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর