Logo
Logo

খেলা

সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১৫:২৫

সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে মৌ রানী দাস (১৭) নামের এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিরাই  উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। সে স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের কাড়ির ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। তবে ঠিক কী কারণে এমন  ঘটনা ঘটলো, তা এখনো জানা যায়নি। 

সম্ভাবনাময়ী ফুটবলার মৌ রানী দাসকে হারিয়ে বাবা সুষেন দাসের চোখ এখন জলে ছল ছল। মৌ স্বপ্ন দেখত একদিন জাতীয় দলের হয়ে খেলবে। লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরবে সানজীদা, ঋতু পর্ণাদের হাত ধরেই। তবে তা আর হলো না। অপার সম্ভাবনা জাগিয়েও চলে গেল না ফেরার দেশে। 

সুষেন দাস বলেন, মৌ সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার সঙ্গে  নাস্তা করেছে। এ সময় আমিও হাওরের ক্ষেতে (জমিতে) কাজ করতে যাই। পরে সকাল ১০টার দিকে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হবে। তার স্বপ্নপূরণে আমিও যথাসাধ্য চেষ্টা করছিলাম। কিন্তু স্বপ্ন পূরণের আগেই আমার মেয়ে ওপারে চলে গেল।

সুনামগঞ্জ হাওরাঞ্চলে মেয়েদের প্রথম ফুটবল ক্লাব চালু হওয়া স্বপ্ন-চূড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত ছিল মৌ রানী দাস। সেখানেই শুরু হয় তার ফুটবলের হাতে খড়ি। এরপর দিরাই উপজেলা, সুনামগঞ্জ জেলা এবং সিলেট বিভাগসহ ঢাকা বিভাগীয় দলের বিভিন্ন পযার্য়ে খেলেছে। 

এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর