মুশফিকুর রহিম| ছবি : সংগৃহীত
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক ব্যাটিং ব্যর্থতায় ভারী হচ্ছে পরাজিত গল্পের ঝুলি। গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও সেই চেনা রূপেই ছন্দপাত করেছে শান্ত-মুশফিকরা। ৯২ রানের বিশাল ব্যবধানে জয় তুলেছে আফগানিস্তান। এদিকে ম্যাচ হারের দুঃখ না ঘুচতেই বাংলাদেশ শিবিরে এলো বড় দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় ওয়ানডে তো বটেই, মুশফিক ছিটকে পড়তে পারেন সিরিজ থেকেই।
মুশিকে নিয়ে পরবর্তী ম্যাচে অনিশ্চয়তার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'গতকাল রাতেই আমি জেনেছি। তারা সন্দেহ করছে যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো হলেই বাকিটা জানা যাবে।'
বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থামে বাংলাদেশ। এদিন সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল; এত পরে কেন ব্যাট করতে এলেন মুশি। সাধারণত ৪-৫ নম্বরে ব্যাট করে থাকেন তিনি। দলের এমন বিপদে হাল ধরতে এতো দেরিতে কেন উইকেটে আসলেন মুশফিক- এমন প্রশ্ন যখন মনে তখন খোঁজ নিয়ে জানা গেছে, ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক।
আঙুলের সেই চোটের ব্যথা সারাতে ও প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা দেরিতে ব্যাটিংয়ে নামতে হয়েছে তাকে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, আঙুলের হাড়ে চিড় ধরেছে দেশসেরা এই ব্যাটারের।
এটিআর