Logo
Logo

খেলা

ইউরোপ ও ভারতের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ২০:৩১

ইউরোপ ও ভারতের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা চাকমা। ছবি : সংগৃহীত

টানা দুইবার সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে বাংলাদেশ। প্রশংসায় ভাসছে বাংলাদেশের মেয়েরা। দলের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা। 

ফাইনালে অসাধারণ গোলে নিশ্চিত করেছেন দলের জয়। সেইসাথে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সাফে সাফল্যের পর চারদিকে যখন ঋতুপর্ণার বন্দনা চলছে তখন আরও সুখবর দিলেন জাতীয় দলের এই মিডফিল্ডার। জানালেন, ইতোমধ্যে ইউরোপ ও ভারতের দুটি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।  

বাংলাদেশের নারী ফুটবলারদের ভারত থেকে খেলার প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ইউরোপ থেকে ডাক পাওয়ার ব্যাপারটি নতুন। 

এ বিষয়ে গণমাধ্যমকে ঋতুপর্ণা জানিয়েছেন, সাফ চলাবস্থায় তিনি ভারত ও ইউরোপের দুটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন।

তবে এখনই ইউরোপের ক্লাবটির নাম এখনই প্রকাশ করেননি ঋতুপর্ণা। তিনি বলেন, ‘এখনই এটা বলা বারণ আছে। সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে। ’

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ২০১৮ সালে ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছেন। এরপর গত বছরের ডিসেম্বর তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।  

-এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর