Logo
Logo

খেলা

ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৫:০৪

ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে  সিরিজ জয় নিশ্চিত করতে শনিবার (৩০ নভেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকার মিরপুরে ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় সকাল ১০টায়।

ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করলেও আইরিশরা শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ১৯৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ বলে ৬৮ রান সংগ্রহ করে অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে সুলতানা খাতুন। ১০ ওভারে ৩৩ রান খরচায় তিনি শিকার করে ২ উইকেট।  

১৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু বাংলাদেশের। ১৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। ৬৪ বলে ৩৭ রান করে অপরাজিত রয়েছেন ফারজানা হক। শারমিন আক্তারকে সাথে নিয়ে বড় পার্টনারশিপের দিকে ছুটছেন ওপেনার ফারজানা হক। 

এর আগে ১৪ বলে ৬ রান করে ওরলা প্রেন্ডারগাস্টের বলে  ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুর্শিদা খাতুন। 



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর