Logo
Logo

খেলা

সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নেমেছে টাইগ্রেসরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৭

সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নেমেছে টাইগ্রেসরা

সিরিজের ১ম ম্যাচে মাঠে নেমে বড় জয় তুলে নিয়েছিল জ্যোতিরা। শনিবার (৩০ নভেম্বর) সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকার মিরপুরে ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় সকাল ১০টায়। 

দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি কাপ্তান নিগার সুলতানা জ্যোতির। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আইরিশরা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারায় আয়ারল্যান্ড। শুরুতেই গ্যাবি লুইসের উইকেট হারিয়ে চাপে পড়ে  আইরিশরা। এরপর সারাহ ফোর্বস কিছুটা ধরে খেললেও নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। 

৩য় উইকেট জুটিতে বড় পার্টনারশিপের দিকে আইরিশ নারী দলের দুই ক্রিকেটার অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। ৩০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১১২ রান।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর