
ছবি : সংগৃহীত
ভারতে ক্রিকেট মাঠে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। ম্যাচ চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেশটির একজন ক্রিকেটার।
শুক্রবার ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাটিং করছিলেন ওই ব্যাটার। একটি বাউন্ডারিও মারেন। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
৩৫ বছর বয়সী ওই ক্রিকেটারের নাম ইমরান প্যাটেল। বৃহস্পতিবার পুণের গারওয়ারে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন তিনি। এ সময় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্রিকেটার ইমরানের তিনটি মেয়ে রয়েছে। তার তৃতীয় কন্যাটি জন্ম নেয় মাত্র চার মাস আগে। ক্রিকেট খেলার পাশাপাশি একটি জুসের দোকানও ছিল তার। ক্রিকেটারের এমন ঘটনার খবর শুনে শিউরে উঠছেন সকলেই।
বিএইচ/