Logo
Logo

খেলা

শান্তই অধিনায়ক, চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ২১:১৮

শান্তই অধিনায়ক, চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

অধিনায়ক শান্তর সহকারীর দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ | ছবি : ক্রিকইনফো



আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকেই। এছাড়া এতে রয়েছে একগুচ্ছ চমক।

শুক্রবার ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। আর ফিরেছেন ২০২৩ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা

আসন্ন সিরিজে নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আগামী ৬ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

বিএইচ/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর