Logo
Logo

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:১২

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারসেরা বোলিং তাণ্ডবে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রানের। তবে চতুর্থ ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতায় শুরুতেই হোঁচট খায় টাইগাররা। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১০৯। জয়ের জন্য শেষ দিনে ২২৫ রানের টার্গেটে ব্যাট করবে টাইগাররা। অন্যদিকে জয় তুলে নিতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন মাত্র ৩ উইকেট। 


প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪৫০ রান। আর বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৯। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করলেও ম্যাচ জিততে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে বড় তাড়াহুড়ো করে উইকেট বিলিয়েছে টাইগাররা। ক্রিজে টিকে থাকার কোনো প্রচেষ্টাই দেখাননি কোনো ব্যাটার। 


আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। উইকেটকিপার-ব্যাটার জাকের আলি দিন পঞ্চম দিনের খেলা শুরু করবেন হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে। গতকাল ১৫ রানে দিন শেষ করেন জাকের। হাসান মাহমুদ এখনো রানের খাতা খোলেননি। 


চতুর্থ ইনিংসে টাইগারদের মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ এবং জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর