১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

ভিডিও থেকে নেওয়া ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, ১০০ দিন আগে আমরা অর্থনীতির যে লণ্ডভণ্ড অবস্থানে ছিলাম, তা এখন অতীত। এই ১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে।
রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আর এই অবস্থান সম্পূর্ণ নিজস্ব অর্থনীতি অনুসরণের মাধ্যমেই হয়েছে।
তিনি বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যে সাহায্য দিতে চেয়েছে, তা এখনো আসা শুরু করেনি। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, খুব শিগগিরই তা আসা শুরু করবে।
প্রধান উপদেষ্টা মনে করেন, এই সাহায্য আসলে অর্থনীতি আরো মজবুত ও আকর্ষণীয় হয়ে উঠবে।
ডিআর/বিএইচ