Logo
Logo

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে মুসলিম প্রার্থী নেই বিজেপির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৫:৫৯

মহারাষ্ট্রে মুসলিম প্রার্থী নেই বিজেপির

প্রতীকী ছবি

আগামী ২০ নভেম্বর ভারতের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে সব দল। তবে আসন্ন নির্বাচনে যে বিষয়টি রাজনৈতিক মহলের বিশেষ নজর কেড়েছে, তা হালো- রাজ্যে মুসলিম প্রার্থীদের অংশগ্রহণ একেবারে কম। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে কোনো মুসলিমকেই প্রার্থী করেনি।  

মঙ্গলবার (১২ নভেম্বর) হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে নামতে চলেছেন মোট ৪ হাজার ১৩৬ জন প্রার্থী। তাদের মধ্যে মুসলিম প্রার্থী রয়েছেন মাত্র ১০ শতাংশ! সংখ্যায় তারা মাত্র ৪২০ জন। আবার তাদের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

রাজ্যের মোট ২৮৮টি আসনে নির্বাচনী লড়াইয়ে মুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে প্রথম সারির অন্য রাজনৈতিক দলগুলোর থেকে এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। মহারাষ্ট্র নির্বাচনে তাদের টিকিটে ভোটে লড়ছেন মোট ৯ জন মুসলিম প্রার্থী। বিপরীতে গোটা ভারতে কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি মহারাষ্ট্রের ভোটে একজনও মুসলিম প্রার্থী দাঁড় করায়নি! 

সারা রাজ্যে সবথেকে বেশি মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)। তাদের টিকিটে ভোটে লড়তে চলেছেন মোট ১৬ জন মুসলমান। যা মহারাষ্ট্রের এবারের নির্বাচনে সর্বাধিক। আর স্বতন্ত্র মুসলিম প্রার্থী সংখ্যা ২১৮ জন।

হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫০টিরও বেশি কেন্দ্রে একজনও মুসলিম ব্যক্তি প্রার্থী হননি। আর প্রায় ৫০টি এমন কেন্দ্র রয়েছে, যেখানে মুসলিম প্রার্থী রয়েছেন মাত্র ১ জন করে। যদিও এরই মধ্যে পাঁচটি কেন্দ্র এমন রয়েছে, যার প্রত্যেকটিতে ৭ জন করে মুসলিম প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন।

আর এসবের মধ্যেই একেবারে ভিন্ন চিত্র মালেগাঁও সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রে। সেখানে যে ১৩ জন প্রার্থী হয়েছেন, তারা সকলেই মুসলিম।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর