Logo
Logo

জাতীয়

ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১৮:৫৬

ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শনিবার (২ নভেম্বর) ড. কামাল হোসেনের মতিঝিলস্থ কার্যালয়ে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মোঃ মুসতাইন বিল্লাহ। 

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেনের সাথে সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ড. কামাল হোসেন সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করে সংবিধানকে সমসাময়িক করার কথা বলেন। 

ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। 

-এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর