Logo
Logo

সারাদেশ

সাংবাদিককে উপদেষ্টার প্রেস সচিবের ভয় দেখালেন ডাক্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২৯


মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ কিউ এম আশরাফুল হকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের নাম ভাঙিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বহির্বিভাগীয় রোগীর টিকিটে বিভিন্ন বেসরকারি ক্লিনিকের নাম লিখে দেওয়া ও রোগীর ভাগিয়ে ক্লিনিকের পাঠানোর বিষয়ে বক্তব্য নিতে গেলে বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে হুমকি দেন তিনি। 

ভিডিওতে দেখা যায়, ডা. এ কিউ এম আশরাফুল হক সাংবাদিকদের বলছেন, ‘আপনি চেনেন আমি কে? আমার কথা আপনারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমকে জিজ্ঞেস করবেন আমি কে! আর আপনারা হাসপাতালে এসেছেন কার অনুমতি নিয়ে, আপনি জানেন সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে লিখিত অনুমতি লাগে? আপনারা কিসের সাংবাদিক আমাকে পরিচয় দেন। আপনারা সাংবাদিক না প্রতিনিধি? তোমরা কার পিছনে লাগছো বুঝতে পারো নাই?’ এভাবে বলতে বলতে তিনি এক পর্যায়ে রেগে হাসপাতাল থেকে সাংবাদিকদের বের হয়ে যাওয়ার হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আফ্রিদি আহাম্মেদ/এমএইচএস/এনআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর