-674308f1df86a.jpg)
এর আগে বাবরি মসজিদকেও গুঁড়িয়ে দেওয়া হয় | ছবি : সংগৃহীত
ভারতের আরও একটি মসজিদ ভেঙে ফেলার হুমকি দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী স্থানীয় কয়েকজন নেতা। ওই মসজিদটি দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর ভাটওয়াড়ি রোডে অবস্থিত।
রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কট্টর ওই নেতাদের হুমকির পর উত্তরাখণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনোজ কুমার তিওয়ারি এবং বিচারপতি রাকেশ থাপলিয়ালের ডিভিশন বেঞ্চ মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে উত্তরকাশীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে এই নির্দেশ কার্যকর করতে বলেছে হাইকোর্ট।
আদালত আরও নির্দেশ দিয়েছে যে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে পরিস্থিতি সম্পর্কে আদালতকে জানাতে হবে। ওই দিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উত্তরকাশীর এই মসজিদের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘অল্প সংখ্যক সেবা সমিতি’ নামে একটি সংখ্যালঘু সংগঠন। তাদের অভিযোগ, এই মসজিদকে বেআইনি নির্মাণ দাবি করে কিছু সংগঠন গত ২৪ সেপ্টেম্বর থেকে তা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। এর জেরে উভয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাই মসজিদ রক্ষায় রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিৎ।
সংগঠনটি জানিয়েছে, এই মসজিদটি বৈধ। এটি ১৯৬৯ সালে জমি ক্রয় করে নির্মাণ করা হয়েছে। ওয়াকফ কমিশনার ১৯৮৬ সালে মসজিদ পরিদর্শন করেছিলেন। এরপরের বছর এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিতও হয়েছিল।
তবে গত সেপ্টেম্বরে নিজেদেরকে সংযুক্ত সনাতন ধর্ম রক্ষা সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ-এর সদস্য হিসেবে পরিচয় দিয়ে মসজিদ ভেঙে ফেলার হুমকি দিতে শুরু করেছেন কয়েকজন কট্টর হিন্দুত্ববাদী নেতা।
বিএইচ/