Logo
Logo

জাতীয়

ঢামেকে সেমিনার

ব্যানার থেকে উধাও হাসনাত-সারজিসের নাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ২১:৫০

ব্যানার থেকে উধাও হাসনাত-সারজিসের নাম

জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রণপত্রে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের নাম থাকলেও অনুষ্ঠানের ব্যানার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। তারা দুজন এদিন অনুষ্ঠানেও উপস্থিত হননি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আফিস মাহমুদ। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের অধ্যক্ষ ডা. মোহাম্মদ কামরুল আলম, উপাধ্যক্ষ ডা. ফারুক আহাম্মদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. মোস্তাক আহমেদ। 

সেমিনারে সভাপতিত্ব করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামসহ আরো অনেকে।

এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। 

গণমাধ্যমে যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে সেখানে বিশেষ অতিথি হিসেবে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের নাম লেখা ছিল। অথচ অনুষ্ঠান উপস্থিত হয়ে দেখা যায় ব্যানারে দুই সমন্বয়কের নাম নেই। আয়োজকদের পক্ষ থেকে শুরুতে জানানো হয় সমন্বয়করা উপস্থিত থাকবেন কিন্তু অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যানারে তাদের নাম দেওয়া হয়নি।

এদিকে সেমিনারের শেষ অবধি অপেক্ষার পরও দুজন সমন্বয়কের দেখা মেলেনি। এ বিষয়ে আয়োজকদের কেউ কোনো মন্তব্য করতে আগ্রহী নন বলে জানান। 

সেমিনারে ঢামেকের শিক্ষার্থী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় ঢামেক অধ্যক্ষের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এবং শেষ হয় পরিচালকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। সেমিনারে জুলাই বিপ্লবে ঢামেক হাসপাতাল, চিকিৎসক ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে একটি ডকুমেন্টারি দেখানো হয়।

এনকেবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর