বিসমিল্লাহির রহমানির রহিম একটি বরকতময় বাক্য। এটি কুরআনের স্বতন্ত্র আয়াত। প্রতিটি ভালো কাজের শুরুতে এ বাক্যটি উচ্চারণ করার নির্দেশ দেয়া হয়েছে। বিসমিল্লাহ এমন ফজিলতপূর্ণ আয়াত, যা পাঠ করার মাধ্যমে ওই কাজে পূর্ণতা আসে। ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর যতগুলো হরফ আছে সেগুলোর আবজাদ মানের সমষ্টি হলো ৭৮৬। এজন্য অনেকে বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখে থাকে।
তারা মনে করেন, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারণ করলে ‘বিসমিল্লাহ’ লেখার বা বলার কাজ হয়ে যায়। এটা একটা ভুল ধারণা। কারণ, ‘বিসমিল্লাহ’-এর পরিবর্তে কোনো সংখ্যা বা সংকেত বললে কিংবা লিখলে ‘বিসমিল্লাহ’ বলার অথবা লেখার সওয়াব ও বরকত পাওয়া যায় না।
মুখে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ পাঠ করে যদি এই অঙ্কগুলো লেখা হয় তাহলে সেটা ‘বিসমিল্লাহ’র চিহ্ন গণ্য করা যেতে পারে। কিন্তু সরাসরি এই অঙ্কটাকেই বিসমিল্লাহর বিকল্প মনে করা সম্পূর্ণ ভুল।
কাজেই যারা ‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ ব্যবহারে অভ্যস্ত এবং এটাকেই বরকতময় ভাবেন; তাদের উচিত এটা ত্যাগ করে সম্পূর্ণরূপে ‘বিসমিল্লাহ’ ব্যবহার করা। ‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ সংখ্যার ব্যবহারে ‘বিসমিল্লাহ’ পাঠ ও লেখার সওয়াব তো অর্জিত হবেই না, এ দিয়ে সুন্নতও আদায় হবে না (আহসানুল ফতোয়া)।
ডিআর/এটিআর/এনআর