মিডিয়ায় অসত্য প্রচার মুমিনের আলামত নয় : বায়তুল মোকাররমের খতিব
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ২০:১২
ছবি : সংগৃহীত
যে কোনও তথ্য পেলেই যাচাই-বাছাই ছাড়া তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মুমিনের আলামত নয়, এটি মিথ্যাবাদী হওয়া ও গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম খতিব মাওলানা আব্দুল মালেক।
শুক্রবার জাতীয় মসজিদে নিজের তৃতীয় জুমার বয়ানে উপস্থিত মুসল্লিদের এ বিষয়ে সতর্ক করে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আজকে আধুনিক সমাজে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে অন্যায় কথা, অসত্য কথা, বিকৃত কথা, বিদ্বেষ ও সম্মানহানির কথা প্রচার করা হচ্ছে, তা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় ও জঘন্য কাজ। এগুলো ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করার নামান্তর।
নবনিযুক্ত খতিব আরও বলেন, অনেকে ভাবতে পারে আধুনিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শরীয়তের কোনও নীতিমালা নেই। অথচ সাড়ে ১৪০০ বছর আগে এ সকল বিধান কোরআন-সুন্নাহতে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কর্তব্য হলো, যখন যে সমাজে যে অবস্থা ও পরিস্থিতি আসে, তার বিধান ও নীতিমালা কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়া।
তিনি বলেন, কোনও কিছু অন্যকে জানানোর আগে তার তথ্যসূত্র যাচাই করা, তথ্যের বিষয়বস্তুর সত্যতা ও বিশুদ্ধতা যাচাই করা, সঠিক ও বিশুদ্ধ হলেও তথ্যটি সাধারণ জনগণের জন্য উপকারী কিনা তা বোঝা এবং ক্ষেত্র বিশেষ যদি কোনও বিশেষ গোপনীয় তথ্য থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে না জানানো।
বয়ানে মিথ্যা তথ্য ছড়ানোর ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আরও দীর্ঘ সতর্কতামূলক উপদেশ দেন জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
বিএইচ/