Logo
Logo

ধর্ম

শিশুদের থেকে কি উপহার গ্রহণ করা জায়েজ?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৯

শিশুদের থেকে কি উপহার গ্রহণ করা জায়েজ?

ছবি : সংগৃহীত

উপহার নেওয়া ও দেওয়া উভয়টিই সুন্নত। উপহার আদান-প্রদানে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘তোমরা পরস্পর উপহার আদান-প্রদান কর, তাহলে মহব্বত বৃদ্ধি পাবে।’ (আল আদাবুল মুফরাদ, হাদিস : ৫৯৪)

উপহার দেওয়ার ফজিলত সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘যারা তাদের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, অতঃপর খোটা বা তুলনা দিয়ে এবং কষ্ট দিয়ে তার অনুগমন করে না। তাদের জন্য রবের কাছে রয়েছে তার বিনিময়, তাদের কোনও ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।’ (সুরা বাকারা, আয়াত : ২৬২)

কিন্তু উপহার আদান-প্রদান যখন শিশুদের সঙ্গে ঘটে, তখন প্রশ্ন দেখা দেয় যে, তাদেরকে তো উপহার দেওয়া যাবে, কিন্তু তাদের থেকে কি তা গ্রহণ করা জায়েজ? এমনটি সাধারণত দেখা যায়- স্কুল কিংবা মাদ্রাসার প্রাথমিক ক্লাসগুলোতে। এ স্তরের ছোট্ট শিশুরা অনেক সময় তাদের শিক্ষককে ভালোবেসে নানা জিনিস উপহার দেয়। শিক্ষক কি তাদের এ উপহার গ্রহণ করতে পারবেন? 

এ প্রশ্নের উত্তর হলো- অপ্রাপ্ত বয়স্কদের দেওয়া উপহার গ্রহণ করা জায়েজ নয়। তাই শিশু শিক্ষার্থীদের দেওয়া উপহার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তবে যদি তাদের অভিভাবকরা শিশু শিক্ষার্থীর মাধ্যমে ওই শিক্ষকের জন্য নির্দিষ্ট করে কিছু উপহার পাঠান, তাহলে তা গ্রহণ করা জায়েজ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।

তথ্যসূত্র : বাদায়েউস সানায়ে ৫/১৬৮, আলবাহরুর রায়েক ৭/২৮৪, জামিউ আহকামিস সিগার ১/২১১, ফাতাওয়া হিন্দিয়া ৫/১১০ ও আদ্দুররুল মুখতার ৫/৬৮৭ 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর