‘জাতির জন্য আলেমের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীও প্রয়োজন’
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১৮:২৬
জাতির জন্য যেমন আলেম প্রয়োজন, তেমনি ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীও প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের প্রখ্যাত আলেমেদ্বীন ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ মাওলানা আরশাদ মাদানি।
সম্প্রতি উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় সাইয়েদ আরশাদ মাদানি বলেন, জমিয়ত কখনো আধুনিক শিক্ষার বিরোধী ছিল না। জাতির জন্য যেমন আলেম প্রয়োজন, তেমনি ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীও প্রয়োজন। জমিয়ত আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষাকে আবশ্যক মনে করে।
মুসলিম শিশুদের আধুনিক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত স্কুল-কলেজ প্রতিষ্ঠার ওপর জোর দেন ‘আমিরুল হিন্দ’ খ্যাত বরেণ্য এ আলেম।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পূর্বসূরি আলেমদের কর্মপন্থাই আমাদের পথচলার পাথেয়। তাদের অনুসৃত রীতিনীতি থেকে সরে যাওয়া আমাদের জন্য ভালো মনে করি না। আমাদের পূর্বসূরি আলেমরাও আধুনিক শিক্ষার বিরোধী ছিলেন না।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি সাইয়েদ মাসুম সাকিব, দিল্লি জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম কাসেমি, অবিভক্ত পাঞ্জাব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ হারুন কাসেমিসহ কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসিরাত অনলাইন
বিএইচ/ এমএইচএস