Logo
Logo

ধর্ম

ট্রান্সজেন্ডার ও বাজার সিন্ডিকেট হারাম : বায়তুল মোকাররমের খতিব

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৪১

ট্রান্সজেন্ডার ও বাজার সিন্ডিকেট হারাম : বায়তুল মোকাররমের খতিব

ট্রান্সজেন্ডার ও বাজার সিন্ডিকেটের বিষয়ে মুসল্লিদের সতর্ক করেন নতুন খতিব মাওলানা আব্দুল মালেক

ট্রান্সজেন্ডার ও বাজার সিন্ডিকেটের মাধ্যমে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করাকে হারাম আখ্যায়িত করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকররমের নবনিযুক্ত খতিব মাওলানা আব্দুল মালেক। 

শুক্রবার জাতীয় মসজিদে নিজের দ্বিতীয় জুমার বয়ানে বিষয় দু’টি সম্পর্কে উপস্থিত মুসল্লিদের বিশেষভাবে সতর্ক করেন তিনি।  

এ সময় হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তাকে আগুনের বড় জায়গায় বসিয়ে শাস্তি দেবেন। 

বর্তমান বাজার পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে নতুন খতিব বলেন, দেশে বর্তমানে অন্যায়ভাবে সিন্ডিকেট করে যেভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে পুরো দেশের মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, পূর্বে কখনোই এমন ছিল না। আজ যারা সিন্ডিকেট করছে তাদের অপরাধ চোর ডাকাত বা অর্থ আত্মসাৎকারীদের মতই ভয়ংকর এবং তাদের এই অতিরিক্ত উপার্জন স্পষ্ট হারাম। 

ট্রান্সজেন্ডার ইস্যুতেও মুসল্লিদের সতর্ক করেন দেশের বরেণ্য এ আলেম। এ প্রসঙ্গে সূরা নিসার প্রথম আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহ তায়ালা আদম এবং হাওয়া থেকে পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তাই পুরুষের জন্য পুরুষের মতো করে আল্লাহর প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ। নারীর জন্যও নারীর মতো করে আল্লাহ প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ। 

তার মতে- কোনো পুরুষ নারীতে রূপান্তরিত হওয়া অথবা নিজেকে নারী মনে করা এবং কোনো নারী নিজেকে পুরুষে রূপান্তরিত করা অথবা নিজেকে পুরুষ ভাবার বিষয়টি সম্পূর্ণ হারাম। এল জি বি টি বা সমকামিতা একটি রুচিবিরুদ্ধ ঘৃণ্য অপরাধ। 

এজন্য মুসল্লিদের এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন নতুন খতিব মাওলানা আব্দুল মালেক। 

 বিএইচ/




Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর