Logo
Logo

ইসলাম

শহীদদের রক্তের মূল্যায়ন না হলে গজব নামতে পারে : খতিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ২১:৪০

বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের শহীদ আখ্যায়িত করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। তিনি বলেছেন, ছাত্র-জনতার ওপর জুলুম করে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তারা শহীদ। তাদের রক্তের সঠিক মূল্যায়ন করতে হবে। নইলে আবার আল্লাহর গজব নেমে আসতে পারে।

শুক্রবার (১৫ নভেম্বর) জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশবাসীকে সতর্ক করে খতিব আরও বলেন, জুলাই বিপ্লবে আন্দোলনে শহীদদের রক্তের অমর্যাদা করা জায়েজ নেই। তাদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অসৎ ব্যবহার করা শহীদদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।

মাওলানা আব্দুল মালেক বলেন, শহীদদের জন্য সর্বাবস্থায় দোয়া করা উচিৎ। আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, তারা হলেন মূল শহীদ। এছাড়াও ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে অন্যায়ভাবে নিহত হন, তারাও শহীদ বিবেচিত হবেন। এই শহীদদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সকলের দায়িত্ব।

এ সময় খতিব দেশের জনগণকে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং সতর্ক দৃষ্টি রেখে বিপ্লবের উদ্দেশ্য সফল করার আহ্বান জানান।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর