আওয়ামী সরকারের জুলুমের শিকার হয়ে কারাবরণকারী ইসলামি ব্ক্তা রফিকুল ইসলাম মাদানি বরবারই সমসাময়িক বিষয় নিয়ে সরব থাকেন। এবার আরও একধাপ এগিয়ে সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিলেন তিনি। আর সাহসী এই পদক্ষেপের কারণে দেশজুড়ে অসংখ্য মানুষের প্রশংসায় ভাসছেন মাওলানা মাদানি।
শনিবার রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। যেখানে উপস্থিত ছিলেন অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। মাওলানা রফিকুল ইসলাম মাদানি এ সময় তাদের সঙ্গে দেখা করেন এবং কর্মসূচিতে শরিক হন।
এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সমন্বয়কদের সঙ্গে কর্মসূচি পালনরত একটি ছবি শেয়ার করেন আলোচিত এই ব্ক্তা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তার প্রশংসা করেন।
এর আগে শুক্রবার জিরো পয়েন্টে বিক্ষোভের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এর বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। তবে কর্মসূচিতে ছাত্রজনতা উপস্থিত হলেও দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের।
বিএইচ/