Logo
Logo

রাজনীতি

সাবেক জাপা এমপি গোলাম কিবরিয়া টিপু গ্রেপ্তার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৭

সাবেক জাপা এমপি গোলাম কিবরিয়া টিপু গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।

ঢাকার অদূরে কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকায় আত্মগোপন করে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় টিপুর উপস্থিতি শনাক্ত করে তাকে আটক করে থানায় সোপর্দ করেন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় একটি বাড়িতে গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতি টের পায় স্থানীয় লোকজন। এরপর ২০-২৫ জনের একটি দল সেখানে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সাবেক সংসদ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এলাকার লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, বীর বাঘৈর এলাকায় টিপুর কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। সেখানেই তিনি আশ্রয় নিয়েছিলেন। 

তিনি আরও জানান, ‘তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়।’

গোলাম কিবরিয়া টিপু বরিশালের আগরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় আওয়ামী লীগের যুব সংগঠন রমনা থানা যুবলীগের সহ-সভাপতি হিসেবে। পরবর্তীতে তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হন। ১৯৮০-এর দশকে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। 

২০০৮ সালে তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর