জামায়াতের ভারপ্রাপ্ত আমির
‘মানবরচিত মতবাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান /ছবি : বাংলাদেশের খবর
মানবরচিত মতবাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (১১ নভেম্বর) সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো-এর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘মানবরচিত মতবাদ দিয়ে এ দেশে কখনও শান্তি প্রতিষ্ঠা হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। রাসুল (সা.) প্রদর্শিত যে পথ, যে আইন, তা যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। আমরা সে লক্ষ্যে কাজ করছি। বাংলাদেশের জনগণের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এ দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করছে। আমরা বিশ্বাস করি, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি।’
তিনি আরও বলেন, ‘বিগত সরকার দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা প্রতিশ্রুতি দিলেও জনগণ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারেনি। যার ফলে দীর্ঘদিন পরে গত ৫ আগস্ট একটা বড় আন্দোলন সফলতার জায়গায় এসে গেছে, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করছি। এই স্বাধীনতাও বাস্তবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত না একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, শুধু নির্বাচনেই আমরা সফলতা পাব না, যতক্ষণ না প্রয়োজনীয় সংস্কার হচ্ছে। বিগত সরকারের রেখে যাওয়া প্রশাসন সংশোধনের যে কাজ চলছে, তাতে আমরা সহযোগিতা করছি। একটা পরিবেশ তৈরি করার কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন সবাইকে সাথে নিয়ে যাতে সংস্কার কার্যক্রম ভালোভাবে চলে। ইতোমধ্যে বিভিন্ন দল সংস্কার প্রস্তাব দিয়েছে, আমরাও দিয়েছি। এ ব্যাপারে আমরা আরও কাজ করছি। আশা করছি, শিগগিরই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলেই দেশে সত্যিকার শান্তি ফিরে আসবে।’
ডেরেক লো-এর সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘সব বিষয়ে তাদের সাথে কথা বলেছি। তারা এ ব্যাপারে উত্তর দিয়েছেন। আশা করি এ ব্যাপারে সহযোগিতা পাব। অর্থনৈতিক উন্নয়নের জন্যও আমরা কিছু পরামর্শ রেখেছি। বিগত আন্দোলনে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের আর্টিফিশিয়াল চিকিৎসার ব্যাপারে কথা হয়েছে। তারা আলোচনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত পর্যায় এবং সরকারিভাবেও চেষ্টা করা হবে।’
এমজে/ওএফ