আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে আসিফের কঠোর হুঁশিয়ারি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৫৮
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আহ্বানের প্রেক্ষিতে শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।
আগামী রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগ রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার এ ডাক দেয় আওয়ামী লীগ।
এরই পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এ স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী/ নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১০ই নভেম্বর ‘নূর হোসেন দিবস’ স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বেলা তিনটায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, ১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন– নূর হোসেন চত্বরে। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা।
ডিআর/এমএইচএস