ছবি : সংগৃহীত
দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার ( ৮ নভেম্বর) রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ জাতির স্বাধীনতা রক্ষার জন্য নতুন করে শপথ নিলেন, আজ গণতন্ত্র ফিরিয়ে আনতে শপথ নিলেন।’
‘নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সংসদ ও জনগণের সরকার গঠন করতে পারব’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘অতি দ্রুত সংস্কার করে অবাধ নির্বাচন দিতে হবে। সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’
এর আগে, বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে বিএনপি। এটি কাকরাইল, মৎস্য ভবন মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। শোভাযাত্রাপূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ইতিহাসে রেকর্ডছোঁয়া এই শোভাযাত্রায় রাজধানীসহ আশপাশের জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে দলটি তাদের শক্তির জানান দেওয়ার পাশাপাশি স্বৈরাচারের দোসরদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার তাগিদ দিয়েছে।
ডিআর/এটিআর