Logo
Logo

রাজনীতি

বিএনপির সাথে একযোগে কাজ করতে চায় আ.লীগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ২০:১৯

বিএনপির সাথে একযোগে কাজ করতে চায় আ.লীগ

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সাথে আওয়ামী লীগ একযোগে কাজ করতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

লন্ডনভিত্তিক একটি স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা জানিয়েছেন হাছান মাহমুদ।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির অনেক বক্তব্যের সাথে আমরা একমত। তিনি বলেন, এক এগারোর সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা বিএনপির সাথে একযোগে আন্দোলন করেছিলাম। এখনও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সাথে একযোগে কাজ করতে আওয়ামী লীগ তৈরি আছে বলে জানান তিনি। 

জুলাই হত্যাকাণ্ড নিয়ে বিগত সরকারের 'আংশিক' দায় স্বীকার করে হাছান মাহমুদ বলেন, পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল। পুলিশের উপর গুলি ছোড়া হয়েছিল। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে।

তিনি বলেন, পুলিশের বা সরকার পক্ষের দায় আমরা অস্বীকার করছি না। সেই দায় থেকে শেখ হাসিনার সরকার জুলাইয়ের হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করেছিল এবং সেই কমিশন বিভিন্ন জায়গায় গিয়েছিল। তারা স্বচ্ছভাবে তদন্ত করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। 

হাসান মাহমুদ যোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীকে ৫ আগস্টের আগে হত্যা করা হয়েছিল। 

এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, কোটার দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন ছিল। এ বিষয়ে প্রথম থেকে অন্যভাবে মোকাবেলা করলে ভালো হতো। এটিকে এতদূর যেতে দেওয়া ভুল ছিল বলে স্বীকার করেন তিনি। 

বিএনপিকে ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে আনতে না পারাকে হাছান মাহমুদ গত সরকারের আমলে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ব্যর্থতা বলে মনে করেন বলে মন্তব্য করেছেন।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর