Logo
Logo

রাজনীতি

সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই : আমীর খসরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৫:০৯

সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই : আমীর খসরু

সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা আরও এক বছর আগে ৩১ দফা সংস্কারের কথা তুলে ধরেছি। তার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে, সেটা হবে জাতীয় সরকার। সেই জাতীয় সরকার এই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এর জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই।’

আমীর খসরু বলেন, ‘মানুষ স্বৈরাচারকে তাড়িয়েছে কিন্তু স্বৈরাচারের দোসররা বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছে। কখনো আনসার বিদ্রোহ, কখনো সংখ্যালঘু, কখনো অটোরিকশাচালক— প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তাই স্বৈরাচারকে সরানোর পরও আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। জাতি হিসেবে ঐক্যবদ্ধ থকতে হবে।’

দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব। তবে নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিক্তিতে নির্বাচনব্যবস্থা সংস্কারসহ যে কয়টি সংস্কার দরকার, সেগুলো করার সময় দিতে আমরা রাজি। সেটা করতে সময় লাগবে না, অতিসত্বর করা যায়। সেই সংস্কার করে অতি সত্তর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর