Logo
Logo

রাজনীতি

বাংলাদেশ নিয়ে ভারতের ভাবনা কেন, প্রশ্ন চরমোনাই পীরের

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ২১:০৬

বাংলাদেশ নিয়ে ভারতের ভাবনা কেন, প্রশ্ন চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ‘ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে ভাবনা কেন? হিন্দুরা এদেশের নাগরিক, আমরা তাদের ভালোমন্দ দেখব।’ 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-গণজমায়েতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে সব দল জাতীয় ঐক্য গড়ে তুলে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। খুনী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলে।

চরমোনাই পীর বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ছাড়া বিজয় সম্ভব নয়। বিজয় অর্জন করতে হলে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর রাসুলকে যেই নীতি ও আদর্শ নিয়ে পাঠিয়েছেন, এই নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি এই নীতি আদর্শকে বিশ্বাস করেন, তবে আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যারা দখলবাজি করছে, এরা আধা পাগল। এদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হসপিটাল তৈরি করা জরুরি। তবে এসব রাজনীতিবিদরা সুস্থ হলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘একটি সরকার পরিবর্তন করা সহজ হলেও আদর্শ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা তত সহজ নয়। এ জন্য আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে হবে। মেধাবীদেরকে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আনতে আমরা বদ্ধপরিকর।’

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দীন প্রমুখ।

জেআই জুয়েল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর