-67486d5303e5d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী ইকরামুল খানকে সভাপতি এবং চট্টগ্রামের ব্যবসায়ী আবুল কালাম আজাদকে মহাসচিব মনোনীত করে মোট ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে বাংলাদেশ জাগ্রত পার্টি দেশ ও জনগণের প্রকৃত মুখপাত্র হিসেবে কাজ করবে এবং নতুন একটি বাংলাদেশের বিনির্মাণে ভূমিকা রাখবে। আত্মপ্রকাশের অনুষ্ঠানে দলটির নবনির্বাচিত চেয়ারম্যান ইকরামুল খান ৪ দফা কর্মসূচি ঘোষণা করেন।
দফাগুলো হলো :
১. গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা : কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা, যেখানে থাকবে জবাবদিহিতা, ন্যায়বিচার ও সুশাসন। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করা হবে।
২. ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা : সকল ধর্মে পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা।
৩. নারী ও যুবকদের ক্ষমতায়ন : সমাজে নারীদের এবং যুবকদের শক্তিশালী ভূমিকা পালন নিশ্চিত করা।
৪. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা : বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
বাংলাদেশ জাগ্রত পার্টির নেতাকর্মীরা মনে করেন, দলটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রের দৃঢ় ভিত্তি তৈরি করবে।
এনকেবি/এমএইচএস