Logo
Logo

রাজনীতি

আল্লাহ আমাদের প্রটেকশন দিচ্ছেন : জিএম কাদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১৬:৪১

আল্লাহ আমাদের প্রটেকশন দিচ্ছেন : জিএম কাদের

সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান জিএম কাদের| ছবি : বাংলাদেশের খবর

‘দেশ ভালো নেই’, ‘আন্দোলন-কর্মসূচি চলবে’ উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,আল্লাহ আমাদের প্রটেকশন দিচ্ছেন বলে এখনো বেঁচে আছি। বিচারের জন্য যদি আল্লাহর সাহায্যের দিকে চেয়ে থাকতে হয় তাহলে দেশ কীভাবে চলবে। আমরা একদিনের ডেমোক্রেসি চাই না। সব সময়ের ডেমোক্রেসি চাই। আমরা চাই সরকার হবে- ‘অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল’।

জাতীয় পার্টির অফিসে হামলার প্রতিবা‌দে শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির নামে মিথ্যা প্রচারণা চালা‌নো হ‌চ্ছে এবং নানা ষড়যন্ত্র করছে। দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা মরতে চাই, দেখি কত লোক মারতে পারে। ‘দুই তারিখ আমাদের সমা‌বেশ কর্মসূচি চলবে। আমাদের কর্মসূচি ও আন্দোলন সবই চলবে নিয়মতান্ত্রিক এবং অহিংসভাবে’।

জিএম কাদের আরও বলেন, আমরা দেশের জনগণের পাশে ছিলাম, সবসময় থাকব। আমার পরবর্তী প্রজন্ম এলেও জাতীয় পার্টি জনগণের পাশে থাকবে এবং একইভাবে এগিয়ে যাবে। আমাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। 

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর