সতর্ক করল আইএসপিআর
শিল্পাঞ্চলে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪৩
শিল্পাঞ্চলে কিছু অসাধু ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনী শুধুমাত্র শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। সেনাবাহিনীর কোনো সদস্য ঝুট ব্যবসা বা অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সুপারিশ বা সহযোগিতা করেন না। এসব কর্মকাণ্ড সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।
শুক্রবার (১৫ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কেউ সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, আইএসপিআর সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়ে জানিয়েছে, যদি কেউ এ ধরনের কোনো প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানেন, তবে যেন ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯ নম্বরগুলোতে অভিযোগ দায়ের করেন।
আইএসপিআরের পক্ষ থেকে আরও বলা হয়, সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষায় প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরআর/এমএইচএস