Logo
Logo

জাতীয়

বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

ডা. সায়েদুর রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ২১:৫৯

বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

আন্দোলনে আহতদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক | ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিক আইডি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১৫ নভেম্বর)  সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

সায়েদুর রহমান বলেন, আন্দোলনে আহত যোদ্ধাদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে। এই কার্ডের মাধ্যমে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে তারা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। এমনকি যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি হবে সেখানেও তারা বিনামূল্যে চিকিৎসা পাবেন (চিকিৎসার ব্যয়ভার আংশিক সরকার বহন করবে)। 

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, এরই মধ্যে আহতরা চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন, সেগুলো যথাযথ ডকুমেন্টেশন পাওয়ার পর তাদের অর্থ ফেরত দেওয়া হবে। 

আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে জানিয়ে সায়েদুর রহমান আরও বলেন,  ১৭ নভেম্বরের পর সাপোর্ট সেন্টার থাকবে। সেখান থেকে সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। 

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর