Logo
Logo

জাতীয়

ভারতে বসে হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট সরকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ২০:১৫

ভারতে বসে হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট সরকার

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বিভিন্ন রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানিয়ে বলেন, ভারতীয় হাইকমিশনারকে একাধিকবার এ বিষয়ে অবহিত করা হয়েছে। 

তিনি বলেন, ৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর যেসব গণমাধ্যমে তার রাজনৈতিক বক্তব্য প্রকাশিত হচ্ছে, সেগুলো বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। তাই সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বিবৃতি থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। 

তৌফিক হাসান আরও জানান, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে তৌফিক হাসান বলেন, ভারতের সঙ্গে ভিসা ইস্যু নিয়ে আলোচনা চলছে। তারা বলছে জনবল সংকটের কারণে ভিসা সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন তারা তৃতীয় দেশের ভিসার জন্য ডাবল এন্ট্রি ভিসা এবং জরুরি মেডিকেল ভিসা প্রদান করে। 

শিক্ষার্থীদের জন্য বুলগেরিয়া, রোমানিয়া ও ফিনল্যান্ড ভিসা সহজ করার জন্যও ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর