বৈষম্যবিরোধী আন্দোলন
গুলিবিদ্ধ আব্দুল্লাহ আর নেই
বাংলাদেশের ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৬:০৪
ছবি : সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার জানাজার নামাজ বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ছোঁড়া গুলি মাথায় লাগে আব্দুল্লাহর। গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয় নি।
এসবি