কেএনএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র-গোলা জব্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪১
বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা ধংস করেছে সেনাবাহিনী। এ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে রুমা উপজেলার মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী জানায়, মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের বেশ কয়েকটি টহল দল মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে অভিযান চালায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী কেএনএফের আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আরো অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।
উল্লেখ্য, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল। এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে।
সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।