Logo
Logo

জাতীয়

হাজী সেলিমপুত্র সোলাইমান গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:১২

হাজী সেলিমপুত্র সোলাইমান গ্রেপ্তার

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জিয়াউর রহমান বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ভোররাতে গুলশান-১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজার ও গুলশান থানা পুলিশের অভিযানে তাকে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। সাবেক এই সংসদকে চকবাজার থানায় নেওয়া হয়েছে। হয়ত আজই তাকে আদালতে তোলা হবে।'

কতগুলো মামলার তথ্য মিলেছে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, আপাতত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আরও মামলার তথ্য বের করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।'

আরআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর