Logo
Logo

জাতীয়

শেখ হাসিনা ও তার দলের বাংলাদেশে স্থান নেই : ড. ইউনূস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ২০:০২

শেখ হাসিনা ও তার দলের বাংলাদেশে স্থান নেই : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিৎ নয় | ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিবাদের সব রূপ বিদ্যমান ছিল এবং তাদের এখন দেশের রাজনীতিতে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত ওই সাক্ষাৎকারটিতে ড. ইউনূস বলেন, নিশ্চিতভাবে স্বল্প সময়ের মধ্যে তার (শেখ হাসিনা) ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো স্থান হবে না। তারা মানুষকে ও রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করেছে, নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে।

প্রধান উপদেষ্টা মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিৎ নয়।

একই সঙ্গে ড. ইউনূস জানিয়েছেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে না। 

এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত, সম্ভবত বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এড়াতে শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দেশের অপরাধ আদালত রায় ঘোষণা করলে অন্তবর্তী সরকার শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত।... রায় প্রকাশের পর আমরা তাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করব। রায় হওয়ার আগ পর্যন্ত আমাদের এ বিষয়ে কিছু করার আছে বলে আমি মনে করি না।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর