Logo
Logo

জাতীয়

কপ সম্মেলন

রাষ্ট্রপ্রধানদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত ড. ইউনূস

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৪:২৩

রাষ্ট্রপ্রধানদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিকভাবে পরিচিত এই ব্যক্তিত্বকে নতুন পরিচয়ে বৈশ্বিক প্লাটফর্মে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রীদের। সম্মেলনে যোগ দেওয়ার প্রথম দিনেই তিনি পেয়েছেন তাদের উষ্ণ অভ্যর্থনা।

কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর। তার প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।

জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সম্মেলনে যোগ দিয়েছেন ড. ইউনূস। সকালে সম্মেলনস্থলে পৌঁছালে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শুভেচ্ছা জানান, বিভিন্ন দেশের প্রধান ও প্রতিনিধিরা। এর মধ্যে অনেকের সাথে অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে প্রধান উপদেষ্টার। 

জলবায়ু সম্মেলনে আসার পর ড. ইউনূসের সঙ্গে দেখা হওয়াদের মধ্যে রয়েছেন- সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বসনিয়া ও হার্জেগোভিনা প্রেসিডেন্ট ডেনিস বেক্রিভিট প্রমুখ।

এদিকে আজারবাইজানের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ড. ইউনূসের বক্তব্য রাখার কথা রয়েছে। বক্তব্যে তিনি জলবায়ুর প্রভাবে এই অঞ্চলের ক্ষতি তুলে ধরার পাশাপাশি ড. ইউনূসের আলোচিত ‘থ্রি-জিরো তত্ত্ব’ তুলে ধরতে পারেন। 

বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এ কারণে বাকুতে বাংলাদেশ তার দাবি-দাওয়া তুলে ধরবে। পাশাপাশি, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে।

সম্মেলনে বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পূর্বাঞ্চলে বন্যার কারণে ক্ষয়ক্ষতি তুলে ধরা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া, বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর