Logo
Logo

জাতীয়

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ২০:০৬

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্প ও ড. ইউনূস| ছবি: সংগৃহীত

১৩২ বছরের রেকর্ড ভেঙ্গে ‍যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (০৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংসূত্র এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত।

ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে নোবেলজয়ী ইউনূস বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দর্শন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছে।

আশা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

দুটি বন্ধুপ্রতীম দেশ একসঙ্গে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণ করছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে সম্পর্কের গভীরতা বেড়েছিল।  ভবিষ্যতে আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু দুটি বন্ধুপ্রতীম দেশ একসঙ্গে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণ করছে, সেহেতু অসীম সম্ভাবনা রয়েছে।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর